Khoborerchokh logo

নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানী ঢাকা ও গাজীপুরে প্রবেশ করছে অগনিত মানুষ । 596 0

Khoborerchokh logo

নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানী ঢাকা ও গাজীপুরে প্রবেশ করছে অগনিত মানুষ ।

আলমগীর কবীর
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার  গত ২৬মার্চ ২০২০ইং থেকে এ পযর্ন্ত  নানামূখী পদক্ষেপ নিয়েছেন সরকার। বর্তমান প্রেক্ষাপটে লকডাউন থাকা সত্বেও নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন জেলা থেকে আগত নানা শ্রেণী পেশার সাধারণ মানুষ ঢাকায় ও গাজীপুরে প্রবেশ করছে নানা অযুহাতে ।
এক্ষেত্রে চেকপোস্ট পার হতে জরুরি প্রয়োজন দেখানোসহ নিচ্ছে ভিন্নভিন্ন কৌশল।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ ছুটি ঘোষণার পর ঢাকায় প্রবেশ ঠেকাতে বেশ তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তবে কয়েক সপ্তাহেই পাল্টে যায় সে দৃশ্যপট।রাজধানীতে প্রবেশে কাঁচপুর পুলিশ চেকপোস্টে দেখা যায় ভিন্ন চিত্র।এদিকে গাজীপুরের চন্দ্রা,মাওনা চৌরাস্তা,আব্দুল্ল্যাপুর,পূবাইল মিরের বাজার,এলাকাগুলো দিয়ে নানা অযুহাতে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রবেশ করছে গাজীপুরে । 
ট্রাকে চড়ে ঢাকার বাইরে থেকে এসে চেকপোস্টের কিছু আগে নেমে যাচ্ছেন অনেকে।চেকপোস্ট পার হয়ে আবারো ট্রাকে উঠে প্রবেশ করেন ঢাকায় চেকপোস্টে কর্মরত পুলিশ সদস্য বলেন, পৃথকভাবে আমরা যদি চেক করতে যায় তাহলে
লাইনটা চলে যাবে আমিন বাজার পর্যন্ত তাতে মানুষের দুর্ভোগ বাড়বে। সন্দেহ হলে চেক করছি।তৈরি পোষাক কারখানাসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান খোলার ঘোষণায় বেড়েই চলেছে ঢাকাওগাজীপুর গামী মানুষের সংখ্যা। কোনভাবেই রোধ করা যাচ্ছে না ঢাকা ও গাজীপুরমুখো মানুষদের।ঈদকে সামনে রেখে এই ঢল আরো বাড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com